যে ক্রিয়ার কাজটি বর্তমানে সাধারণভাবে ঘটে বা হয় এবং যা দ্বারা স্বাভাবিকতা বা অভ্যস্ততা বুঝায়, তাকে সাধারণ বর্তমান বা নিত্যবৃত্ত বর্তমান কাল বলা হয়।
যেমন :
- সকালে সূর্য ওঠে।
- কে জানে দেশে আবার সুদিন আসবে কি না- বাক্যটি অনিশ্চয়া প্রকাশে নিত্যবৃত্ত বর্তমান কালের প্রয়োগ।