চর্যাপদের সাথে প্রাপ্ত সংস্কৃত টিকা সম্বলিত পুঁথির সংকলক কে ছিলেন?
A রাজেন্দ্রলাল মিত্র
B কানুভট্ট
C কীর্তিচন্দ্র
D মুনিদত্ত
Solution
Correct Answer: Option B
মুনিদত্ত প্রদত্ত চর্যাপদের নাম আশ্চর্য চর্যাপদ। চর্যাপদের সাথে মুনিদত্তের সংস্কৃত টিকা পাওয়া গেছে যার সংকলক ছিলেন কানুভট্ট। মুনিদত্তের টীকা সম্বলিত পুঁথিতে পদ পাওয়া গেছে সাড়ে ৪৬ টি।