ড প্রবোধচন্দ্র বাগচী কত সালে চর্যাপদের তিব্বতী ভাষার অনুবাদ আবিষ্কার করেন?
A ১৯৩২
B ১৯৩৩
C ১৯৩৮
D ১৯৩৯
Solution
Correct Answer: Option C
চর্যাপদ তিব্বতি ভাষায় অনুবাদ করেছিলেন কীর্তিচন্দ্র। ১৯৩৮ সালে প্রবোধচন্দ্র বাগচী এটি আবিষ্কার করেন। তিব্বতী ভাষার অনুবাদ আবিষ্কারের পর জাবা যায় চর্যাপদের পদ ছিল ৫১ টি অর্থাৎ সাড়ে ৩ টি হারানো পদের কথা জানা যায়।