দোঁহা কোন ভাষার ছন্দবিশেষ?
A প্রাকৃত ও হিন্দি
B অপভ্রংশ ও বাংলা
C হিন্দি ও উড়িষ্যা
D প্রাকৃত ও অপভ্রংশ
Solution
Correct Answer: Option A
দোঁহা হচ্ছে প্রাকৃত ও হিন্দি ভাষার ছন্দবিশেষ। এ ছন্দে রচিত প্রাচীন বাংলা অপভ্রংশ ও মধ্যযুগের হিন্দিতে রচিত দুই চরণবিশিষ্ট পদকে বলা হয় দোঁহা।