'বর সুন গোহালী কিমু দুঠ্য বলন্দেঁ'- চর্যাপদের কততম পদের অংশবিশেষ?
Solution
Correct Answer: Option D
'বর সুন গোহালী কিমু দুঠ্য বলন্দেঁ'- চর্যাপদের ৩৯ তম পদের অংশবিশেষ। এর রচয়িতা সরহপা। চর্যাপদের ৬ টি প্রবাদ বাক্যের মধ্যে এটি অন্যতম। এর অর্থ- দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো।