সরল সুদের হার ৮ টাকা থেকে কমে ৫ টাকা হওয়ায় এক ব্যক্তির বার্ষিক আয় ১৫ টাকা কমে গেল। তার মূলধন কত?
A ৬০০ টাকা
B ৭০০ টাকা
C ৪০০ টাকা
D ৫০০ টাকা
Solution
Correct Answer: Option D
সুদের হার কমে = ৮ - ৫ = ৩ টাকা বা ৩%
এখন,
৩ টাকা কমলে মূলধন = ১০০ টাকা
১ টাকা কমলে মূলধন = ১০০/৩ টাকা
∴ ১৫ টাকা কমলে = (১০০ × ১৫)/৩ টাকা
= ৫০০ টাকা