জুনায়েদ ও ইভানের আয়ের অনুপাত ৫ : ৪ এবং তাদের খরচের অনুপাত ৩ : ২। মাস শেষে প্রত্যেকে যদি ১৪০০ টাকা সঞ্চয় করে তবে ইভানের আয় কত?
A ৩৪০০ টাকা
B ৩৬০০ টাকা
C ২৮০০ টাকা
D ৩৫০০ টাকা
Solution
Correct Answer: Option C
দেওয়া আছে,
জুনায়েদের আয় : ইভানের আয় = ৫ : ৪
জুনায়েদের ব্যয় : ইভানের ব্যয় = ৩ : ২
∴ ইভানের সঞ্চয় = ৪ - ২ = ২ টাকা
ইভানের সঞ্চয় ২ টাকা হলে আয় = ৪ টাকা
ইভানের সঞ্চয় ১ টাকা হলে আয় = ৪/২ টাকা
∴ ইভানের সঞ্চয় ১৪০০ টাকা হলে আয় = (৪ × ১৪০০)/২ টাকা
= ২৮০০ টাকা