রম্বসের ক্ষেত্রে নিচের কোন বাক্যটি সত্য?
A বিপরীত বাহুগুলো সমান নয়।
B প্রতিটি বাহু ভিন্ন দৈর্ঘ্যের।
C সকল কোণ সমান।
D কর্ণদ্বয় পরস্পর সমকোণে সমদ্বিখন্ডিত করে।
Solution
Correct Answer: Option D
- যে চতুর্ভুজের প্রত্যেকটি বাহু সমান ও সমান্তরাল এবং কোণগুলো সমকোণ নয় তাকে রম্বস বলে।
- রম্বসের সকল বাহু সমান হয়।
- রম্বসের একটি কোণও সমকোণ নয়।
- রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে।
- রম্বসের বিপরীত কোণগুলো পরস্পর সমান।