যেসব পুরুষবাচক শব্দের শেষে 'অক' রয়েছে সেসব শব্দে স্ত্রীবাচক এর ক্ষেত্রে কোন প্রত্যয় হবে?

A আনী

B

C ইকা

D নী

Solution

Correct Answer: Option C

যেসব পুরুষবাচক শব্দের শেষে 'অক' রয়েছে সেসব শব্দে স্ত্রীবাচক এর ক্ষেত্রে 'ইকা' প্রত্যয় হবে। যেমন- অধ্যাপক-অধ্যাপিকা, নায়ক-নায়িকা ইত্যাদি।
[ব্যতিক্রম- চাতক- চাতকী, রজক-রজকী, নর্তক- নর্তকী ইত্যাদি।]

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions