বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নির্ভরযোগ্য ঐতিহাসিক নিদর্শন ‘চর্যাপদ’ বা চর্যাগীতিকোষ। চর্যাপদকে বলা হয় বাংলা সাহিত্যের ইতিহাসে প্রথম বা আদি গ্রন্থ / আদি নিদর্শন।
- ‘চর্যাপদ’ একটি গানের সংকলন।
- চর্যাপদকে বলা হয় সাধন সঙ্গীত।
- চর্যাপদে বৌদ্ধ ধর্মমতের উল্লেখ রয়েছে।
- চর্যাপদের রচনা শুরু হয়- পাল রাজবংশের আমলে।