একটি দালানের উচ্চতা ৩০ ফুট। একটি মইয়ের তলদেশ মাটিতে বাড়ির দেয়াল থেকে ১৬ ফুট দূরে রাখা আছে। উপরে মই বাড়িটির ছাদ ছুঁইয়ে আছে। মইটি কত ফুট লম্বা?
A ৩৪ ফুট
B ৩৬ ফুট
C ৪৯ ফুট
D ৪৫ ফুট
Solution
Correct Answer: Option A
পিথাগোরাসের সূত্র থেকে,
মইয়ের দৈর্ঘ্য = √(৩০²+১৬²)
= √(৯০০+২৫৬)
= √১১৫৬
= ৩৪ ফুট