Solution
Correct Answer: Option D
জননী ও গর্বিত বর্ণমালা ভাস্কর্যটি ভাষা আন্দোলন ভিত্তিক। এটি অবস্থিত শাহবাগের পরীবাগে। এর ভাস্কর মৃণাল হক।
উল্লেখযোগ্য ভাস্কর্য:
মতিঝিলের - ‘বলাকা’
এয়ারপোর্ট গোল চত্বরের - ভাস্কর্য,
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে - ‘রত্নদ্বীপ’,
হোটেল শেরাটনের সামনে - ‘রাজসিক’,
সাতরাস্তায় - ‘ময়ূর’,
নৌ সদর দপ্তরের সামনে - ‘অতলান্তিকে বসতি’ ইত্যাদি।