'দুই সৈনিক ' মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাসটির রচয়িতা -
Solution
Correct Answer: Option A
- শওকত ওসমান রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস 'দুই সৈনিক' (১৯৭৩)।
- উপন্যাসের প্রধান চরিত্র মখদুম মৃধা চরম পাকিস্তানপন্থী।
- তার মতে, পাকিস্তান হলো ইসলামী রাষ্ট্র; আর আওয়ামী লীগ ও হিন্দু লোকেরা একত্র হয়ে পূর্ব পাকিস্তান ধ্বংসের পায়তারা করছে।
- মুক্তিযুদ্ধ শুরু হলে গ্রামে পাক-বাহিনীর লোকেরা আসে।
- মখদুম মৃধা তাদের আপ্যায়ন করেন।
- রাতে যাওয়ার সময় তারা মৃধার দুই মেয়ে সাহেলী ও চামেলীকে বিয়ে করে নিয়ে যাওয়ার প্রস্তাব দেয়।
- মৃধা বাধা প্রদান করলে তারা দুই বোনকে জোর করে তুলে নিয়ে যায়। পরেরদিন দেখা যায়, মৃধার জীর্ণ শরীর কাঁঠালগাছে ঝুলছে।
- দুই সৈনিক হচ্ছেন হানাদার বাহিনীর দুই মদমত্ত অফিসার।
- ১৯৭১ সালের ২৫ মার্চ পাক-বাহিনী সারাদেশে যে হামলা চালায় তার দুই মূর্তিমন্ত প্রতীক।
- তাদের পাশবিক ক্রিয়াকলাপ উপন্যাসটির ঘটনা তরঙ্গ সৃষ্টি করে।
- এ জন্যই ঔপন্যাসিক উপন্যাসটির নাম রেখেছেন 'দুই সৈনিক'।
তাঁর রচিত মুক্তিযুদ্ধভিত্তিক অন্যান্য উপন্যাস:
- 'জাহান্নম হইতে বিদায়' (১৯৭১),
- 'নেকড়ে অরণ্য' (১৯৭৩),
- 'জলাঙ্গী' (১৯৭৬)।