নিচের কোনটি উত্তরবঙ্গের আঞ্চলিক ভাষার উপন্যাস?
Solution
Correct Answer: Option D
বাংলাদেশের আঞ্চলিক জীবনের অন্ত্যজ শ্রেণির জীবনচিত্র অঙ্কনে শওকত ওসমান দক্ষতার পরিচয় দিয়েছেন। শওকত আলী ১২ জানুয়ারি, ১৯৩৬ সালে পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে জন্মগ্রহণ করেন। ছাত্রজীবনে তাঁর প্রথম লেখা গল্প কলকাতার ‘নতুন সাহিত্য' পত্রিকায় প্রকাশিত হয়।
তার রচিত উপন্যাসসমূহঃ
- ‘পিঙ্গল আকাশ’ (১৯৬৩): এ উপন্যাসে নারীহৃদয়ের আশা- আকাঙ্ক্ষার ও ব্যর্থতার পরিচয় ফুটে উঠেছে।
- ‘যাত্রা’ (১৯৭৬): এটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস। কেন্দ্রীয় চরিত্র: অধ্যাপক রায়হান ।
- ‘প্রদোষে প্রাকৃতজন' (১৯৮৪): সেন রাজাদের রাজত্বকাল এবং তুর্কি আক্রমণের সমকালীন পটভূমিতে এর কাহিনী।
- ‘কুলায় কালস্রোত' (১৯৮৬): রাখী নামের শিক্ষিত একজন নারীর ব্যক্তিজীবন রাজনৈতিক টানাপোড়েন ক্ষত-বিক্ষত জীবন নিয়ে।
- ‘ওয়ারিশ' (১৯৮৯): মানব সভ্যতার ইতিহাস ও ক্রমবিকাশ রঞ্জু চরিত্রের মাধ্যমে লেখক প্রকাশ করেছেন।
- ‘উত্তরের খেপ’ (১৯৯২)
- ‘নাঢ়াই' (২০০৩): এটি তেভাগা আন্দোলনকেন্দ্রিক উত্তরবঙ্গের আঞ্চলিক ভাষার উপন্যাস।
- 'মাদারডাঙার কথা' : ফকির-দরবেশদের নিয়ে অনেক কাহিনি ও গল্প এদেশে সাধারণ মানুষদের মধ্যে মুখে শোনা যায়। সেই সব গল্প-কাহিনির উপাদান প্রচলিত ছিলো এবং সেগুলো এখনো গ্রামের বয়োবৃদ্ধদের নিয়েই এই উপন্যাস।