সরকারি সকল পাটকল আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দেয়া হয় -

A ৩১ জুলাই,২০২০

B ৩০জউন,২০২০

C ১ জুলাই,২০২০

D ১ জুন,২০২০

Solution

Correct Answer: Option C

- বাংলাদেশ পাটকল কর্পোরেশন (বিজেএমসি) গত ১ জুলাই ২০২০ থেকে সংস্থাটির অধীনে থাকা সর্বশেষ ২৫টি পাটকল বন্ধ ঘোষণা করে।
-  বিশ্বের বৃহত্তম পাটকল আদমজী ৩০ জুন, ২০০২ এটি বন্ধ করে দেওয়া হয়।
- বাংলাদেশের একমাত্র রেয়ন মিল 'কর্ণফুলী রেয়ন মিল' (চন্দ্রঘোনা, রাঙামাটি)।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions