- বাংলাদেশ পাটকল কর্পোরেশন (বিজেএমসি) গত ১ জুলাই ২০২০ থেকে সংস্থাটির অধীনে থাকা সর্বশেষ ২৫টি পাটকল বন্ধ ঘোষণা করে।
- বিশ্বের বৃহত্তম পাটকল আদমজী ৩০ জুন, ২০০২ এটি বন্ধ করে দেওয়া হয়।
- বাংলাদেশের একমাত্র রেয়ন মিল 'কর্ণফুলী রেয়ন মিল' (চন্দ্রঘোনা, রাঙামাটি)।