Solution
Correct Answer: Option C
- WIPO এর পূর্ণরূপ হলো World Intellectual Property Organization (বিশ্ব মেধাসম্পদ সংস্থা)।
- ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত এই সংস্থার সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় (Geneva) অবস্থিত।
- এটি জাতিসংঘের ১৫টি বিশেষায়িত সংস্থার মধ্যে অন্যতম, যা সারা বিশ্বে মেধা সম্পত্তির সুরক্ষা ও প্রসারে কাজ করে।
- বর্তমানে WIPO-এর সদস্য রাষ্ট্রের সংখ্যা ১৯৩টি এবং এর প্রধান লক্ষ্য হলো উদ্ভাবন ও সৃজনশীলতাকে উৎসাহিত করা।
- কপিরাইট, পেটেন্ট এবং ট্রেডমার্ক সংক্রান্ত আন্তর্জাতিক নিয়মকানুন তৈরি ও তদারকি করা এই সংস্থার মূল দায়িত্ব।