Solution
Correct Answer: Option B
শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা বাংলাদেশের ময়মনসিংহ শহরে অবস্থিত। এটি বাংলাদেশ জাতীয় জাদুঘর পরিচালিত একটি সংগ্রহশালা যেখানে বাংলাদেশের বিখ্যাত চিত্রশিল্পী শিল্পাচার্য জয়নুল আবেদিনের উল্লেখযোগ্য চিত্রকর্মসমূহ সংরক্ষিত আছে। শহরের উত্তর প্রান্তে পুরাতন ব্রহ্মপুত্র নদের তীরে এটি অবস্থিত।
- এই সংগ্রহশালাই সংরক্ষিত চিত্রকর্মের সংখ্যা ২৬টি।
- 'জয়নুল আর্ট গ্যালারি' অবস্থিত চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
- তার অবদান ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদ প্রতিষ্ঠা ও সংবিধানের অঙ্গসজ্জায় নেত্তিত দান।
- তার সমাধি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গনে
তার বিখ্যাত চিত্রকর্মঃ
- ম্যাডোনা ৪৩
- সংগ্রাম
- সাঁওতাল রমনী
- নবান্ন
- মনপুর-৭০
- দুই মুখ,
- গুনটানা
- বিদ্রোহী গরু
- মই
- গায়ের বধু ইত্যাদি।