Solution
Correct Answer: Option A
- সুইডিশ বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াসকে (Carolus Linnaeus) আধুনিক শ্রেণিবিন্যাসের জনক বলা হয়।
- ১৭৩৫ সালে তাঁর প্রকাশিত 'Systema Naturae' নামক গ্রন্থে তিনি শ্রেণিবিন্যাসের নীতিগুলো উপস্থাপন করেন।
- তিনি উদ্ভিদ ও প্রাণীর নামকরণের জন্য দ্বিপদ নামকরণ (Binomial Nomenclature) পদ্ধতির প্রবর্তন করেন।
- এই পদ্ধতিতে প্রতিটি জীবের বৈজ্ঞানিক নামের দুটি অংশ থাকে—প্রথমটি গণ (Genus) এবং দ্বিতীয়টি প্রজাতি (Species)।
- শ্রেণিবিন্যাসের একটি নির্দিষ্ট ধাপ বা একককে ট্যাক্সন (Taxon) বলা হয়।