'প্রপঞ্চ' উপন্যাসটি কে রচনা করেছেন?

A মোহাম্মদ আকরম খাঁ

B আবু জাফর শামসুদ্দীন

C মোহাম্মদ মোজাম্মেল হক

D আবুল কালাম শামসুদ্দীন

Solution

Correct Answer: Option B

আবু জাফর শামসুদ্দীন গাজীপুর জেলার দক্ষিণবাগ গ্রামে ১২ মার্চ ১৯১১ সালে জন্মগ্রহণ করেন। আবু জাফর শামসুদ্দীন ছিলেন ধর্মনিরপেক্ষ ও প্রগতিশীল লেখক, বিশিষ্ট সাংবাদিক ও সাহিত্যিক। তাঁর রচিত উপন্যাস-
-পরিত্যক্ত স্বামী (১৯৪৭)
-মুক্তি (১৯৪৮)
-ভাওয়াল গড়ের উপাখ্যান (১৯৬৩)
-পদ্মা মেঘনা যমুনা (১৯৭৪)
-সংকর সংকীর্তন (১৯৮০)
-প্রপঞ্চ (১৯৮০)
-দেয়াল (১৯৮৫) ইত্যাদি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions