Solution
Correct Answer: Option A
টিকফা শব্দটি নতুন। আগে এর নাম ছিল টিফা।‘টিফা’ চুক্তি হলো Trade and Investment Framework Agreements বা সংক্ষেপে TIFA, যেটিকে বাংলায় অনুবাদ করলে হয় — ‘বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত কাঠামোগত সমঝোতা’ চুক্তি। এই চুক্তিটি ছিল যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে, এই চুক্তির বিষয়বস্তু সব গোপন রাখা হয়। এটি স্বাক্ষরিত হয় ৫ নভেম্বর, ২০১৩ সালে।