বাংলাদেশের মূল্য সংযোজন কর (ভ্যাট) প্রথম প্রবর্তিত হয় কখন ?
A 1st July, 1990
B 2nd June, 1988
C 13 July, 1992
D 1st July, 1991
Solution
Correct Answer: Option D
- কোনো পণ্যের বিভিন্ন স্তরে সংযোজিত মূল্যের উপর আরোপকৃত করকে মূল্য সংযোজন কর বা মূসক বলা হয়।
- ১ লা জুলাই, ১৯৯১ সাল থেকে বাংলাদেশে ভ্যাট বা মূসক আইন চালু হয়।
- ভ্যাট চূড়ান্তভাবে ভোক্তাকে পরিশোধ করতে হয়।