জাতিসংঘের সিডো (Convention of the Elemination of all forms of Discrimination Against Women)এর Monitoring কমিটির চেয়ারপারসন বাঙালী মহিলা।তিনি কে?
A সালমা সোবহান
B সালমা খান
C নাজমা চৌধুরী
D হামিদা হোসেন
Solution
Correct Answer: Option B
» CEDAW সনদ হল নারী অধিকারের একটি দলিল যার ধারা ৩০টি
» গৃহীত হয়— ১৮ ডিসেম্বর ১৯৭৯; জাতিসংঘ সাধারণ পরিষদে ।
» কার্যকর হয়— ৩ সেপ্টেম্বর ১৯৮১।
» প্রথম অধিবেশন বসে— ১৮-২২ অক্টোবর ১৯৮২।
» CEDAW-এর পূর্ণরূপ — Convention on the Elimination of All
» Forms of Discrimination Against Women.
» বাংলাদেশ CEDAW অনুমোদন করে– ৬ নভেম্বর ১৯৮৪ ।
» CEDAW-এর বাংলাদেশী চেয়ারপার্সন ছিলেন— সালমা খান (১৯৯৭-১৯৯৮)।