'অনশনে মৃত্যু' এর বাক্য সংকোচন-
A প্রমা
B বক্রোষ্ঠিকা
C বরাভয়
D প্রায়
Solution
Correct Answer: Option D
• 'অনশনে মৃত্যু' এর এক কথায় প্রকাশ - প্রায়।
• 'অভ্রান্ত জ্ঞান' এর এক কথায় প্রকাশ - প্রমা।
• 'আশীর্বাদ ও অভয়দানসূচক হাতের মুদ্রা' এর এক কথায় প্রকাশ - বরাভয়।
• 'অধর-প্রান্তের হাসি' এর এক কথায় প্রকাশ - বক্রোষ্ঠিকা।