নিচের কোনটি বাচ্যজনিত ভুল?

A ইহার আবশ্যক নেই

B বাংলাদেশ একটি উন্নতশীল দেশ

C ঘটনা বর্ণনা হয়েছে

D রাঙ্গামাটি পার্বতীয় এলাকা

Solution

Correct Answer: Option C

কর্তৃবাচ্যে বিশেষ্য ও করা ক্রিয়ার রীপ থাকলে কর্মবাচ্যে বিশেষণ ও হওয়া ক্রিয়ার রূপ হবে। এখানে 'ঘটনা বর্ণনা হয়েছে' বাচ্যজনিত অশুদ্ধি। ঘটনা বর্ণনা হয়েছে > ঘটনা বর্ণিত হয়েছে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions