সামান্তরিকের বিপরীত কোণের অন্তদ্বিখন্ডকদ্বয়-
A পরস্পর সমান
B পরস্পর সমান্তরাল
C পরস্পরের উপর লম্ব
D পরস্পর একটি বিন্দুতে ছেদ করে
Solution
Correct Answer: Option A
সামান্তরিকের বিপরীত কোণগুলো পরস্পর সমান। সমান কোণের সমদ্বিখন্ডক সামান্তরিকের দুটি সমান্তরাল রেখার সাথে সমান কোন উৎপন্ন করে। তাই অন্তরদ্বিখন্ডকদ্বয় পরস্পর সমান্তরাল।