চালের মূল্য বৃদ্ধি পাওয়ায় পূর্বের ১০০০ টাকার চালের বর্তমান মূল্য ১২৫০ টাকা হলো। চালের মূল্য শতকরা কত বৃদ্ধি পেল?

A ২৫%

B ২১.৫%

C ২.৫%

D ১.২৫%

Solution

Correct Answer: Option A

চালের মূল্য পুর্বের চেয়ে বৃদ্ধি পেয়েছে (১২৫০-১০০০) টাকা

=২৫০ টাকা

এখন,

১০০০ টাকায় বৃদ্ধি হয় ২৫০ টাকা

১০০ টাকায় বৃদ্ধি হয় (২৫০*১০০)/১০০০ টাকা

= ২৫%

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions