মিতা ও রিতা একটি কাজ একত্রে ২০ দিনে করতে পারে।মিতা ও রিতা একত্রে ৮ দিন কাজ করার পর মিতা চলে গেল।রিতা বাকি কাজ ২১ দিনে শেষ করল।সম্পূর্ণ কাজটি রিতা কত দিনে করতে পারত?

A ২৫ দিন  

B ৩০ দিন 

C ৩৫ দিন

D ৩২ দিন 

Solution

Correct Answer: Option C

মিতা ও রিতা ২০ দিনে করে =১ অংশ
 মিতা ও রিতা ১ দিনে করে =১/২০ অংশ
মিতা ও রিতা ৮ দিনে করে =(১×৮)/২০=২/৫ অংশ

অবশিষ্ট কাজ = ১ - (২/৫)=(৫-২)/৫=৩/৫ অংশ
এখন রিতা ৩/৫ অংশ কাজ করে =২১ দিনে
অতএব ১ অংশ কাজ করে =২১×(৫/৩)=৩৫ দিনে

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions