২০টি কলমের ক্রয়মূল্য x সংখ্যক কলমের বিক্রয়মূল্যের সমান এতে যদি ২৫% লাভ হয় তবে x = ?


A   ১৫  

B ১৬ 

C ১৮

D ২০ 

Solution

Correct Answer: Option B

ধরি, ২০টি কলমের ক্রয়মূল্য = ১০০ টাকা
∴ ২৫% লাভে বিক্রয়মূল্য = ১২৫ টাকা
অর্থ্যাৎ, ২০টি কলমের বিক্রয়মূল্য = ১২৫ টাকা।
∴ x সংখ্যক কলমের বিক্রয় মূল্য = ১২৫x/ ২০ টাকা

শর্তমতে, ১২৫x/২০ = ১০০
বা, x = (১০০ × ২০)/১২৫
= ১৬ টি কলম।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions