8 জন লোক একটি কাজ 12 দিনে করতে পারে। দুজন লোক কমিয়ে দিলে কাজটি সমাধা করতে শতকরা কত দিন বেশি লাগবে?
A ২৫.৫%
B ৩০%
C ৩৩.৩৩%
D ৩৫.৩৩%
Solution
Correct Answer: Option C
2 জন কমে মোট লোক হয় = (8-2) = 6 জন
8 জনে কাজটি করে 12 দিনে
1 জনে কাজটি করে 12 x 8 দিনে
6 জনে কাজটি করে (12 x 8)/6 = 16 দিনে।
পূর্বের চেয়ে সময় বেশি লাগে = (16-12) = 4 দিন
শতকরা সময় বেশি লাগে = (4 x 100/12)% = 33.33%