বার্ষিক ১০% সরল সুদে কত টাকা ৫ বছরে সুদে আসলে ৭৫০ টাকা হবে?
Solution
Correct Answer: Option B
১০% হারে ১০০ টাকার ৫ বছরের সুদ ১০×৫=৫০ টাকা।
তাহলে সুদাসল ১০০+৫০=১৫০ টাকা
এখন সুদাসল ১৫০ টাকা হলে আসল ১০০ টাকা
সুদাসল ১ টাকা হলে আসল ১০০/১৫০ টাকা এবং
সুদাসল ৭৫০ টাকা হলে আসল (১০০×৭৫০)/১৫০ =৫০০ টাকা