‘মর্সিয়া’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?

A উর্দু

B সংস্কৃত

C ফারসি

D আরবি

Solution

Correct Answer: Option D

আরবি শব্দ:
- তবলা, তুফান, তুলকালাম, দালাল, নকল, নকশা,
- নিকাহ, ফসল, বকেয়া, মফস্বল, ময়দান, মশাল,
- হাকিম, মুহুরি, উকিল, আবির, আলাদা, কবর,
- কলপ, কসাই, কুলুপ, কেচ্ছা, কেল্লাফতে, মসলা,
- মুনাফা, মুলতবি, মােলায়েম, লেবাস, লােকসান,
- শহিদ, হুলিয়া, সবুর, তকলিফ, দখল, তদারক,
- শতরঞ্জ, জালিয়াতি, মুশকিল, ওয়াকিফ, কবুল,
- মুরিদ, নেয়ামত, মােক্তার, মামলা, তদবির, তকদির,
- আমেন, শরিক, হামলা, ওই ফয়সালা, মৌসুমী, হলফ,
- অন্দর, আজগুবি, আদাব, আদালত, আমলা, আমানত,
- আয়েশ, আসামি, ইজারা, ইঞ্জিল, ইমন, ইমারত, ইশারা,
- ইশতেহার, উকিল, উজির,এখতিয়ার, এতিম, এলাকা,
- ওয়ারিশ, কদর, কলপ, কলম, কালিয়া, কুমকুম, কুলুপ,
- খবর, খাজনা, খালাস, গরিব, জলসা, জেলা, তালিকা,
- ওস্তাদ, জমায়েত, বরাত, মিছিল, হেলাল, সফর, মর্সিয়া,
- হাওয়া, জাহাজ, মুসাফির, জুলমাত, গাফলত, খেয়াল,
- মুজলুম, বাজে, কৈফিয়ত, জামিন, খসড়া, জৌলুস, তারিখ,
- দুনিয়া, ফতোয়া, মল্লিক, মসজিদ, মহকুমা, মৌলবি,
- রায়, লেবু, হালুয়া ইত্যাদি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions