'আমি জন্ম গ্রহণ করিনি' কাব্য গ্রন্থের কবি কে?

A সৈয়দ শামসুল হক

B নির্মলেন্দু গুণ

C আবু জাফর ওবায়দুল্লাহ

D অসীম সাহা

Solution

Correct Answer: Option A

- সৈয়দ শামসুল হক রচিত কাব্যগ্রন্থ 'আমি জন্মগ্রহণ করিনি' (১৯৯০)।

তাঁর রচিত অন্যান্য কাব্য:
- 'একদা এক রাজ্যে' (১৯৬১),
- 'বিরতিহীন উৎসব' (১৯৬৯),
- 'বৈশাখে রচিত পঙ্ক্তিমালা' (১৯৭০),
- 'প্রতিধ্বনিগণ' (১৯৭৩),
- 'অপর পুরুষ' (১৯৭৮),
- 'পরানের গহীন ভিতর' (১৯৮০),
- 'ধ্বংসস্তূপে কবি ও নগর' (২০০৯),
- 'নাভিমূলে ভষ্মাধার'।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions