Solution
Correct Answer: Option B
- তড়িৎ কোষ হল এমন একটি যন্ত্র যা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করে।
- একটি তড়িৎ কোষের মধ্যে দুটি ভিন্ন ধাতুর ইলেক্ট্রোড থাকে, যা একটি ইলেক্ট্রোলাইট দ্রবণে ডুবিয়ে রাখা হয়।
- এই ইলেক্ট্রোলাইট দ্রবণের মধ্যে আয়ন আছে, যা ইলেক্ট্রোডের মধ্যে ইলেক্ট্রন স্থানান্তরের মাধ্যমে রাসায়নিক বিক্রিয়া ঘটায়।
- এই রাসায়নিক বিক্রিয়ার ফলে ইলেক্ট্রোডের মধ্যে বিভব পার্থক্য তৈরি হয় এবং এই বিভব পার্থক্যের কারণে ইলেক্ট্রন একটি ইলেক্ট্রোড থেকে অন্য ইলেক্ট্রোডে প্রবাহিত হয়।
- এই ইলেক্ট্রনের প্রবাহকেই আমরা বিদ্যুৎ প্রবাহ বলি।
- তড়িৎ কোষকে মূলত দুই ভাগে ভাগ করা যায়।
যেমন:
প্রাথমিক কোষ বা শুষ্ক কোষ: এই ধরনের কোষকে একবার ব্যবহারের পর আর চার্জ করা যায় না। সাধারণত শুষ্ক কোষ এই ধরনের কোষের উদাহরণ।
গৌণ কোষ: এই ধরনের কোষকে বারবার চার্জ করে ব্যবহার করা যায়। মোবাইল ফোনের ব্যাটারি এই ধরনের কোষের উদাহরণ।