কোন প্রক্রিয়ায় অক্সিডেশন সংখ্যা কমে যায়?
Solution
Correct Answer: Option A
- যে প্রক্রিয়ায় কোনো মৌল বা যৌগে তড়িৎ ধনাত্মক পরমানু বা মূলক সংযুক্ত হয় বা তাদের অনুপাত বৃদ্ধি পায় অথবা কোনো তড়িৎ ঋণাত্মক পরমানু বা মূলকের অপসারণ হয় বা তাদের অনুপাত হ্রাস পায় ,সেই বিক্রিয়াকে বিজারণ বা জারক বলে। যেমন- অক্সিজেন, ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, পটাশিয়াম ইত্যাদি।
- বিজারণ হল এমন একটি রাসায়নিক বিক্রিয়া যেখানে কোনো পরমাণু, আয়ন বা অণু ইলেক্ট্রন গ্রহণ করে।
- অন্য কথায়, যখন কোনো পদার্থের অক্সিডেশন সংখ্যা কমে যায়, তখন তাকে বিজারণ বলা হয়।
সোডিয়াম ক্লোরাইড (NaCl) তৈরির বিক্রিয়ায়:
2Na + Cl₂ → 2NaCl
এখানে, ক্লোরিন পরমাণু দুটি ইলেক্ট্রন গ্রহণ করে ক্লোরাইড আয়নে পরিণত হয়। এই প্রক্রিয়াকেই বিজারণ বলে।