Solution
Correct Answer: Option C
- যে সমাসে পূর্ব বা পর কোন পদের অর্থ না বুঝিয়ে, অন্য কোন পদকে বুঝায়, তাকে বহুব্রীহি সমাস বলে।
- বহুব্রীহি সমাসে সাধারণত যার, যাতে, যে ইত্যাদি শব্দ ব্যাসবাক্যরূপে ব্যবহৃত হয়।
বহুব্রীহি সমাসের কিছু উদাহরণঃ
- অন্তর্গত অপ যার = অন্তরীপ,
- দু দিকে অপ যার = দ্বীপ,
- নরাকারে পশু যে = নরপশু,
- অল্প বুদ্ধি যার = অল্পবুদ্ধি,
- পণ্ডিত হওয়েও যে মূর্খ = পণ্ডিত্মূর্খ ইত্যাদি।