'শ্রীকৃষ্ণকীর্তন' কাব্যে চণ্ডীদাসের কয়টি ভণিতা পাওয়া যায়? 

A ২টি 

B ৩টি 

C ৪টি 

D ৫টি 

Solution

Correct Answer: Option B

- বাংলা সাহিত্যের প্রথম মানবতাবাদী কবি চণ্ডীদাস।
- তিনি মধ্যযুগের চতুর্দশ শতকের বাঙালি কবি।
- তিনি চৈতন্য-পূর্ব বাংলা সাহিত্যে বৈষ্ণব পদাবলী রচয়িতা হিসেবে বিশিষ্ট স্থান অধিকার করে আছেন।
- ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যের রচয়িতা বড়ুচণ্ডীদাস।
- কাব্যে তার তিনটি ভণিতা পাওয়া যায় – ‘বড়ুচণ্ডীদাস’, ‘চণ্ডীদাস’ ও ‘অনন্ত বড়ুচণ্ডীদাস’।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions