Solution
Correct Answer: Option D
- 'শ্রীকৃষ্ণকীর্তন' বড়ুচণ্ডীদাস নামক জনৈক মধ্যযুগীয় কবি রচিত রাধাকৃষ্ণের প্রণয়কথা বিষয়ক একটি আখ্যানকাব্য।
- এটি বাংলা ভাষায় রচিত কোন লেখকের প্রথম একক গ্রন্থ।
- মধ্যযুগের বাংলা সাহিত্যে চর্যাপদের পরেই শ্রীকৃষ্ণকীর্তনের স্থান।
- এটিকে মধ্যযুগের প্রথম গ্রন্থ মনে করা হয়।
- এই কাব্যর প্রধান চরিত্র তিনটি। এগুলো হলো- কৃষ্ণ, রাধা ও বড়াই।
- রাধা কৃষ্ণের মাঝে সংযোগ সৃষ্টিকারী অনুঘটক চরিত্র ছিলেন বড়াই। তাই বড়াই কে বলা হয় রাধা কৃষ্ণের প্রেমের দূত।