অন্নদামঙ্গল রায়গুণাকর ভারতচন্দ্র রচিত একটি মঙ্গলকাব্য। কাব্যটি দেবী অন্নপূর্ণার মাহাত্ম্য্যব্যঞ্জক।
- ১৭৫২ খ্রিষ্টাব্দে ভারতচন্দ্র এই কাব্য রচনা করেছিলেন। ভারতচন্দ্রের পৃষ্ঠপোষক নদিয়ারাজ কৃষ্ণচন্দ্র রায় বাংলায় প্রতিমায় দেবী অন্নপূর্ণার পূজা প্রচলন করেন।
- সমগ্র কাব্যটি তিনটি খণ্ডে বিভক্ত:
(ক) অন্নদামঙ্গল বা অন্নদামাহাত্ম্য্য,
(খ) বিদ্যাসুন্দর বা কালিকামঙ্গল ও
(গ) মানসিংহ বা অন্নপূর্ণামঙ্গল।