আলট্রাসোনিক তরঙ্গ কি?

A শ্রাব্য শব্দের তরঙ্গ থেকে কম কম্পাঙ্কের তরঙ্গ

B শূন্য মাধ্যমে গঠিত তরঙ্গ

C শ্রাব্য শব্দের কম্পাঙ্ক থেকে বেশি কম্পাঙ্কের তরঙ্গ

D কোনটি নয়

Solution

Correct Answer: Option C

- শব্দের কম্পাংক ২০ Hz থেকে ২০,০০০ Hz এর মধ্যে সীমিত থাকলে তাকে শ্রাব্যতার সীমা বলে এবং এই কম্পাঙ্কের মধ্যে সীমিত শব্দ মানুষ শুনতে পায় । 
- আবার যে শব্দ তরঙ্গের কম্পাঙ্ক ২০,০০০ Hz এর চেয়ে বেশি থাকে তাকে শ্রবণোত্তর বা শব্দত্তর বা আলট্রাসনিক শব্দ বলে । এই কম্পাঙ্কের মধ্যে সীমিত শব্দ মানুষ শুনতে পায় না তবে কোন কোন জীবজন্তু শুনতে পায়। 
- সুতরাং যে শব্দ কোন জীবজন্তু শুনতে পায় তাকে আলট্রাসনিক বলে ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions