'ডিঙি+আ= ডিঙা' এখানে, 'আ' প্রত্যয় কি রূপে ব্যবহৃত হয়েছে?
A অবজ্ঞার্থে
B বৃহদার্থে
C সদৃশ অর্থে
D জাত অর্থে
Solution
Correct Answer: Option B
'ডিঙি+আ= ডিঙা' এখানে, 'আ' প্রত্যয় বৃহসার্থে ব্যবহৃত হয়েছে। এখানে 'আ' একটি বাংলা তদ্ধিত প্রত্যয়। বাংলা ভাষায় ব্যবহৃত সংস্কৃত ও বিদেশি প্রত্যয় ব্যতীত বাকি প্রত্যয় গুলোকে বাংলা তদ্ধিত প্রত্যয় বলে। যেমন-
থাল+আ= থালা,
চোর+আই= চোরাই ইত্যাদি।