কোন ক্ষুদ্র্রতম সংখ্যাকে ১৮ ও ২৪ দ্বারা ভাগ করলে অবশিষ্ট যথাক্রমে ৪ ও ১০ হবে ?

A ৪২  

B ৫৪ 

C   ৫৬

D ৫৮

Solution

Correct Answer: Option D

এখানে,
১৮ - ৪ = ১৪
২৪ - ১০ = ১৪,
উভয় ক্ষেত্রে সাধারণ বিয়োগফল ১৪
সুতরাং সংখ্যাটি হবে = ১৮ এবং ২৪ এর ল.সা.গু - ১৪ ।
যেহেতু ১৮ এবং ২৪ এর ল.সা.গু = ৭২ ।
 
সুতরাং সংখ্যাটি = ৭২-১৪ = ৫৮

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions