একটি সংখ্যার দুই গুণের সাথে ৯ যোগ করা হলো এবং ফলাফলটিকে তিনগুন করলে ৭৫ হয়।সংখ্যাটি কত?
Solution
Correct Answer: Option C
ধরি,
সংখ্যাটি x
প্রশ্নমতে,
3(2x+9)=75 [ সংখ্যাটির সাথে ২ গুণ করে ৯ যোগ করার পর ৩ গুণ করা হলো যার মান ৭৫ ]
or, (2x+9)=25 [ ৩ দিয়ে ভাগ করে ]
or, 2x=25-9
or, 2x=16
∴ x=8