যদি ৩৩০ টাকা ৩ বছর পরে সুদ-আসলে ৪২৯ টাকা হয়,একই হারে ৬৫০ টাকা সুদে আসলে ৫ বছর পরে সুদে-আসলে কত টাকা হবে?

A ৮২৫

B ৮৭৫

C ৯০০

D ৯৭৫

Solution

Correct Answer: Option D

প্রথমে ৩ বছরের মোট সুদ =৪২৯ -৩৩০=৯৯ টাকা
সুতরাং ১ বছরের সুদ =৯৯/৩=৩৩ টাকা
আবার ৩৩০ টাকার ১ বছরের সুদ =৩৩ টাকা
১০০ টাকার ১ বছরের সুদ হবে ১০০ টাকার ১০ ভাগের ১ ভাগ বা ১০ টাকা অর্থাৎ সুদের হার ১০%
এখন ৬৫০ টাকার ১ বছরের সুদও হবে ৬৫০ এর ১০% বা ৬৫০ এর ১০ ভাগের ১ ভাগ=৬৫ টাকা
তাহলে ৫ বছরের সুদ হবে ৬৫×৫=৩২৫ টাকা
সুতরাং সুদ-আসল হবে ৬৫০=৩২৫=৯৭৫ টাকা

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions