সুষম পঞ্চভুজের একটি শীর্ষকোণ কত ডিগ্রী?
A 120°
B 72°
C 108°
D 60°
Solution
Correct Answer: Option C
n সংখ্যক বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের সকল অন্তঃস্থ কোনের সমষ্টি
= (n-2) × 180°
= (5-2) × 180°
= 3 × 180°
= 6 × 90°
= 540°
= 6 সমকোণ
সুতরাং সুষম পঞ্চভুজের একটি শীর্ষ কোণ = 540°/5 = 108°