একটি দানবাক্সে ৫০ পয়সা ও ২৫ পয়সার মোট ১০০ টি মুদ্রা পাওয়া গেল ।যদি বাক্সে ৪৫ টাকা জমা হয়ে থাকে তাহলে কোন প্রকারের মুদ্রা কতটি?

A ৫০ পয়সা ৮০ টি,২৫ পয়সা ২০ টি

B ৫০ পয়সা ৭০ তি,২৫ পয়সা ৩০ টি

C ৫০ পয়সা ৭৫ টি ,২৫ পয়সা ২৫ টি

D ৫০ পয়সা ৭৭ টি ,২৫ পয়সা ৭৩ টি

Solution

Correct Answer: Option A

মনে করি,৫০  পয়সার সংখ্যা =xতি;২৫ পয়সার সংখ্যা =(১০০-x) টি
অতএব ,শর্তমতে ,৫০x+২৫ (১০০-x)=৪৫×১০০ [১ টাকা =১০০ পয়সা ]
বা,৫০x+২৫০০-২৫x=৪৫০০
বা,২৫x=২০০০
অতএব ,x=৮০
অতএব ,৫০ পয়সার মুদ্রা ৮০ টি ; ২৫ পয়সার মুদ্রা ২০ টি

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions