কোন পরীক্ষায় একজন ছাত্র n সংখ্যক প্রশ্নের ২০ টি হতে ১৫ টির শুদ্ধ উত্তর দেয় এবং বাকি প্রশ্নের এক তৃতীয়াংশের শুদ্ধ উত্তর দিতে পারে ।এভাবে সে যদি ৫০% শুদ্ধ উত্তর দেয় তবে n এর মান কত?

A ১০

B ৩০

C ৪০

D ৫০

Solution

Correct Answer: Option D

প্রশ্নমতে,
১৫+(n-২০)/৩=n/২
বা, (৪৫+n-20)/৩=n/২
বা,(২৫+n)/৩=n/২
বা,৩n=২n+৫০
অতএব, n=৫০

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions