Loading [MathJax]/extensions/tex2jax.js
 
একটি কম্পিউটার উপর পরপর ৪০% এবং ২০% ছাড় দেওয়া হলে মোটের উপর কত ছাড়া দেওয়া হয়?

A ১০%

B ২৫%

C ৫২%

D ৫৫%

Solution

Correct Answer: Option C

মনেকরি কম্পিউটার দাম = ১০০ টাকা
দুই দফা ছাড়ের পর কম্পিউটার দাম = ১০০ × (৬০/১০০) × (৮০/১০০) = ৪৮ টাকা
∴ মোট ছাড় দেওয়া হয়েছে = ১০০ - ৪৮ = ৫২ টাকা অর্থাৎ ৫২%।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions