একটি কম্পিউটার উপর পরপর ৪০% এবং ২০% ছাড় দেওয়া হলে মোটের উপর কত ছাড়া দেওয়া হয়?
Solution
Correct Answer: Option C
মনেকরি কম্পিউটার দাম = ১০০ টাকা
দুই দফা ছাড়ের পর কম্পিউটার দাম = ১০০ × (৬০/১০০) × (৮০/১০০) = ৪৮ টাকা
∴ মোট ছাড় দেওয়া হয়েছে = ১০০ - ৪৮ = ৫২ টাকা অর্থাৎ ৫২%।