এক ব্যক্তি কোনো দ্রব্যের ধার্যমূল্যের ৮% কমিশন দিয়েও ১৫% লাভ করে, যে দ্রব্যের ক্রয়মূল্য ২৮০ টাকা, তার ধার্যমূল্য কত?

A ৩২৫ টাকা

B ৩৫০ টাকা

C ৩৭৫ টাকা

D ৪০০ টাকা

Solution

Correct Answer: Option B

১৫% লাভে বিক্রয়মূল্য = ২৮০ + ২৮০ এর ১৫% = ৩২২ টাকা।
ধরি, ৮% কমিশনে ধার্যমূল্য = x টাকা
প্রশ্নমতে,
x - x এর ৮% = ৩২২
বা, x - ০.০৮x = ৩২২
বা, ০.৯২x = ৩২২
বা, x = ৩২২/০.৯২ = ৩৫০ টাকা।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions