Solution
Correct Answer: Option B
- রাজ শেখর বসুর ছদ্মনাম পরশুরাম।
- ভারতচন্দ্র সভাকবি ছিলেন নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্র। ভারতচন্দ্র ‘রায়গুণাকর’ উপাধি প্রদান করেন নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্র।
- দৌলত উজির সাহিত্যিক উপাধি ছিল শাহ মুহম্মদ সগীর
- কাব্য-সুধাকর সাহিত্যিক উপাধি ছিল গোলাম মোস্তফা