নিচের কোনটি 'নন্দিত নরকে' উপন্যাসের চরিত্র?
Solution
Correct Answer: Option D
- হুমায়ূন আহমেদ রচিত প্রথম উপন্যাস 'নন্দিত নরকে' (১৯৭২)।
- ১৯৭০ সালে তিনি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে রসায়ন বিভাগে অধ্যয়নরত এবং হাজী মুহম্মদ মুহসীন হলের আবাসিক ছাত্র, তখন তিনি এটি রচনা করেন।
- এটি প্রখ্যাত সাহিত্যিক আহমদ ছফার উদ্যোগে ১৯৭২ সালে প্রকাশিত হয় এবং এ উপন্যাসটির ভূমিকা স্বপ্রণোদিত হয়ে লিখে দেন অধ্যাপক আহমদ শরীফ।
- চরিত্র: রাবেয়া।
তাঁর রচিত অন্যান্য উপন্যাস:
- 'শঙ্খনীল কারাগার' (১৯৭৩),
- 'নীল অপরাজিতা' (১৯৯১),
- 'কোথাও কেউ নেই' (১৯৯২),
- 'কে কথা কয়' (২০০৬),
- 'দেয়াল' (২০১২),
- 'আগুনের পরশমণি' (১৯৮৬),
- 'জোছনা ও জননীর গল্প' (২০০৪),
- 'শ্যামল ছায়া' (২০০৩),
- 'আমার আছে জল' (১৯৮৫),
- 'নিশিথিনী' (১৯৮৭),
- 'সম্রাট' (১৯৮৮),
- 'রজনী' (১৯৮৯),
- 'বহুব্রীহি' (১৯৯০),
- 'এইসব দিনরাত্রি (১৯৯০),
- ‘ময়ূরাক্ষী' (১৯৯০),
- 'অয়োময়' (১৯৯০),
- 'শ্রাবণ মেঘের দিন' (১৯৯৪),
- ‘গৌরিপুর জংশন (১৯৯৫),
- 'কবি' (১৯৯৬),
- 'দূরে কোথাও' (১৯৯৭),
- 'ইস্টিশন' (১৯৯৯),
- 'বৃষ্টিবিলাস' (২০০০),
- 'নক্ষত্রের রাত' (২০০৩),
- 'এপিটাফ' (২০০৪),
- ‘লীলাবতী' (২০০৫),
- 'মধ্যাহ্ন (২০০৮),
- 'মাতাল হাওয়া' (২০১০) ইত্যাদি।